০৬ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / রাজনীতি

ময়মনসিংহের নান্দাইলে ইসলামী আন্দোলনের গণমিছিল

০৫ অগাস্ট, ২০২৫

ছবি: ময়মনসিংহের নান্দাইলে ইসলামী আন্দোলনের গণমিছিলে উপস্থিত নেতাকর্মীবৃন্দ

ঐতিহাসিক  ৫ই আগস্ট  (মঙ্গলবার) ময়মনসিংহের নান্দাইলে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষ পূর্তি উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়। আইনের শাসন ও ন্যায়বিচারের দাবিতে আজ সকালে বৃষ্টিকে উপেক্ষা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত হয় এক বিশাল গণমিছিল ও জনসমাবেশ। সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি নতুন বাজার হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো অতিক্রম করে শেষ হয় আচারগাঁও ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী মুফতি সাইদুর রহমান।

মিছিলের সময় প্রবল বৃষ্টিপাত হলেও তাতে দমে যাননি ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা। ছাত্র, যুবক, প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার, প্ল্যাকার্ড ও পতাকা হাতে রাস্তায় নেমে আসে। “সাঈদ মুগ্ধসহ সকল যোদ্ধাদের হত্যার বিচার চাই”, “ফ‍্যাসিস্ট মুক্ত দেশ চাই”,  PR পদ্ধতি নির্বাচন চাই“ সন্ত্রাস ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে”—এমন স্লোগানে প্রকম্পিত হয় চারপাশ।

সমাবেশে বক্তারা বলেন, “যেখানে একটি রাষ্ট্রে বিচারহীনতা প্রভাব বিস্তার করে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হয় না। আমরা চাই, সাঈদ মুগ্ধসহ সকল  হত্যাকাণ্ডের দ্রুত বিচার করা হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

তারা আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ ন্যায়ভিত্তিক সমাজ গঠনের আন্দোলন করে আসছে। ইনসাফ ও নিরাপত্তাহীনতা দূর করতেই আমরা মাঠে আছি এবং থাকবো।”

সমাবেশ শেষে নিহত সাঈদ মুগ্ধসহ সকল নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সার্বিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি ছিল। সচেতন মহলে এ কর্মসূচি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

Related Article