৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ

ভোলাহাটে কবির সাংবাদিকের বিরুদ্ধে নিউজ করায়, সাংবাদিক রুবেলের উপর সন্ত্রাসী হামলা, মোবাইল ছিনতাই!

০৪ অক্টোবর, ২০২২

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: আহত সাংবাদিক রুবেল।

ভোলাহাটে সাংবাদিক কবিরের বিরুদ্ধে বিভিন্ন কৌশলে অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে নিউজ করায় সাংবাদিক রুবেলের উপর হামলা চালিয়ে  তার একটি  এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনতাই করেছে সন্ত্রাসীরা। গত ৩ অক্টোবর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলাহাট কলেজ মোড়স্থ একতা মার্কেটে অবস্থিত দৈনিক ভোরের ডাক, দৈনিক সোনার দেশ ও দৈনিক চাঁপাই দর্পণ এর ভোলাহাট উপজেলা প্রতিনিধি বি.এম রুবেল আহমেদের ব্যবসা প্রতিষ্ঠান "ভোলাহাট ব্যাগ সেন্টার এন্ড ভ্যারাইটিজ" নামীয় দোকানে এসে ভোলাহাট উপজেলার উলাডাংগা গ্রামের মোঃ মফিজুদ্দিনের ছেলে মোঃ নাসিম হোসেন (২৮) এর নেতৃত্বে ৮/৯ জন সন্ত্রাসী এসে এলোপাতাড়ি মারধর করে বলে তুই কবির সাংবাদিকের নামে কেন নিউজ করলি? নিউজ ডিলিট না করলে সাংবাদিক রুবেলের এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। যাওয়ার সময় পরবর্তীতে আবার যদি সাংবাদিক কবিরের বিরুদ্ধে নিউজ করে তাহলে রুবেলকে হত্যা সহ বিভিন্ন হুমকি দেয়। এ সময় দোকানের থাইগ্লাস সহ প্রায় ৫০ হাজার টাকার দোকানের ক্ষতিসাধন করে। 

পরে মোবাইল ফোন উদ্ধার হলেও মোবাইলে সংরক্ষিত থাকা প্রয়োজনীয় তথ্যাদি ডিলিট করে গুরুত্বপূর্ণ তথ্যের ছবিসহ অন্যান্য ডকুমেন্ট মোবাইল থেকে মুছে ফেলায় অর্থনৈতিকভাবে ক্ষতি করে বলে জানায় সাংবাদিক রুবেল।

এ ঘটনায় ভোলাহাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান। তবে সাংবাদিক মোঃ গোলাম কবির সহ হামলার মুলহোতা মোঃ নাসিম হোসেনকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। 

 উল্লেখ্য ভোলাহাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ গোলাম কবিরের  বিরুদ্ধে এর আগের দূর্নীতি ও বিভিন্ন প্রেসক্লাব উন্নয়নমুলক বাহানা দেখিয়ে অর্থ আত্মসাতের ভুরি ভুরি অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এছাড়াও প্রেসক্লাবের নানা অনিয়ম-দুর্নীতির লিখিত অভিযোগ আছে বলেও বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। যা ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসারের নিকট বিচারাধীন রয়েছে।

Related Article