২৬ ফেব্রুয়ারী, ২০২৫
ছবি: ছবিক্যাপশনঃ ভোলাহাটে জাতীয় শহীদ সেনা দিবস ও জাতীয় স্হানীয় সরকার দিবস উদযাপনে বর্ণাঢ্য রেলীর দৃশ্য। পাশে-আলোচনা সভায় উপস্থিত সভাপতি ও অন্যান্য অতিথিগণ।
জাতীয় শহীদ সেনা দিবস ও জাতীয় স্হানীয় সরকার দিবস উদযাপন উপজেলা পরিষদ মডেল মসজিদ ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রসাশন এর আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন উপজেলা এলজিইডি কর্মকর্তা আহারাম আলি।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম কবিরাজ,
উপজেলা গ্রাম আদালত সমন্বয়ক সন্ধ্যা রানী, বীর মুক্তিযোদ্ধা তৈমুর হোসেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এখতিয়ার উদ্দিন, ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ পিয়ারজাহান, ৩নং দলদলী চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক (চুটু )।
এছাড়াও উপজেলার ৪টি ইউনিয়নের গ্ৰাম পুলিশ ও বিভিন্ন শ্রেণী পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।
Good news
Good