২৪ Jul, ২০২৩
ছবি: ভোলাহাটে সপ্তাহব্যাপি শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩, এরই অংশ হিসেবে ১ম দিনের উপস্থিত মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশাজীবি মানুষ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ পালিত হয়েছে। সকাল ১০টায় সোমবার মৎস্য দপ্তরের কার্যালয়ে ২৪ হতে ৩০ জুলাই ২০২৩ চলবে এ মৎস্য সপ্তাহ।
এলক্ষ্যে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ পালনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে সমে¥লন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে সপ্তাহব্যাপি এ অনুষ্ঠান চলবে। উপজেলা মৎস্য অফিসার মোঃ ওয়ালিউর রহমানের সভাপতিত্বে সম্মেলন ও মতবিনিময় অনুষ্ঠানে উপজেলার মৎস্যজীবি, মৎস্যচাষী ও বিভিন্ন শ্রেণীপেশাজীবিরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে ভোলাহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মইনুল ইসলাম ডালিম, সভাপতি মোঃ গোলাম কবির, সাবেক সভাপতি মোঃ তাজাম্মুল হক আরাফাত, সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোঃ শরিফুল ইসলাম শরীফ, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ আলী হায়দার, সদস্য মোঃ রবিউল ইসলাম ও সাংবাদিক মোঃ জামিল হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন মৎস্য খামারী, মৎস্যচাষী বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান, পুষ্টি চাহিদা পূরণ, বৈদেশিক মুদ্রা অর্জন, বর্তমান মৎস্য বান্ধব সরকারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন, যুগ-উপযোগী নীতি পরিকল্পিত কার্যক্রম গ্রহণ সঠিক বাস্তবায়নের ফলে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে,
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা বির্নিমানের স্বপ্নপূরণে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্ব অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রায় মৎস্যখাত অন্যমত অংশীদার বলে জানান, উপজেলা মৎস্য অফিসার মোঃ ওয়ালিউর রহমান।
Good news
Good