৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ভোলাহাটে জাতীয় দূর্যোগ প্রস্তুুতি দিবস পালিত

১০ মার্চ, ২০২৩

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবসে আলোচনা সভার পূর্বে বর্ণাঢ্য র‌্যালি, প্রধান অতিথির বক্তব্য ও সভাপতির বক্তব্যের দৃশ্য।

“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দূর্যোগ প্রস্তুতি সবসময়” এ শ্লোগানকে কন্দ্রে করে ভোলাহাট উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজিত শুক্রবার সকাল সাড়ে ৯টায় ১০ মার্চ জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। দিবসটি উদ্যাপনে এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ্, বীরমুক্তিযোদ্ধা মোঃ আফসার হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতান আলী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ কাউছার আলম সরকারের সঞ্চালনায় দূর্যোগ প্রস্তুতিমূলক নানা বিষয়ের উপর ছাত্রছাত্রীদের নিয়ে মহড়ার মাধ্যমে প্রত্যক্ষ পরিচালনা করেন, ভোলাহাট ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত অফিসার মোঃ ফরিদ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দ্যেশ্যে দূর্যোগ পরিস্থিতিতে প্রাথমিক ধারণার উপর বিভিন্ন দিক তুলে ধরে বিস্তারিত আলোকপাত করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি। 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good