১০ মার্চ, ২০২৫
ছবি: ভোলাহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ পালনের বিভিন্ন অনুষ্ঠানমালা ও অগ্নি নির্বাপক মহড়ার দৃশ্য
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযথভাবে পালিত হয়েছে। "বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল, বর্ণাঢ্য রেলী, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক চুটু,
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, মৎস্য অফিসার মোঃ ওয়ালিউর রহমান, আনসার ও ভিডিপি অফিসার মোঃ সামিউল বাসির, মহিলা বিষয়ক সহকারী অফিসার আঞ্জুমান আরা খাতুন।
এছাড়াও ইউপি সদস্যগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ ও সুধীজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
উপজেলা সৃতিসৌধ প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ডিফেন্স অগ্নি নির্বাপনের মহড়া প্রদর্শন করে।
সে সাথে উপস্থিত সকলের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাতেনাতে শিক্ষার জন্য বিভিন্ন প্রাকৃতিক ও দুর্যোগ বিষয়ক মহড়া প্রদর্শন করেন ভোলাহাট ফায়ার সার্ভিস ষ্টেশন ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা।