০৬ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
জাতীয়

ভোলাহাটে জার্মানের বার্লিনে সাঁতার প্রতিযোগিতায় বিজয়ী ওয়াকিয়াকে সংবর্ধনা

২৪ Jul, ২০২৩

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ওয়াকিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য দিচ্ছেন, প্রধান, বিশেষ অতিথি ও সভাপতি। পাশে অন্যান্য অতিথিবৃন্দ।

স্পেশাল অলিম্পিক ২০২৩ তারিখে জার্মানের বার্লিনে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করায় বিজয়ী মোসাঃ ওয়াকিয়া খাতুনকে সংবর্ধনা অনুষ্ঠান সোমবার বেলা সাড়ে ১১টায় ভোলাহাট প্রতিবন্ধী একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

এলক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মোসাঃ দিলারা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মু. জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক মোঃ রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ্ দবির, ভোলাহাট অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ সহসভাপতি মোঃ আব্দুল খালেক, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ্, ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ পিয়ারজাহান, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মোঃ আফরাজুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আহমেদ বিশ্বাস, মোহবুল্লাহ্  মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রহমত আলী, ভোলাহাট মহিলা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিনসহ উপজেলা আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। 


জার্মানের বার্লিনে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় ভোলাহাট প্রতিবন্ধী একাডেমী থেকে অংশগ্রহণকারী মোসাঃ ওয়াকিয়ার এ সংবর্ধনা অনুষ্ঠানের বক্তারা তার ভূয়সী প্রশংসার ঝড় তুলেন। তারা বলেন, ওয়াকিয়া শুধু এ প্রতিবন্ধী স্কুলের সুনাম কুড়ায়নি, সে ভোলাহাটের মত প্রত্যন্ত অঞ্চলকে বিশ্বের দরবারে মাথাউচুঁ করে দাঁড়াতে সহায়তা করেছে।


সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি মু. জিয়াউর রহমান জিয়া জার্মানের বার্লিনে সাঁতার প্রতিযোগিতায় গোল্ড মেডেল বিজয়ী ওয়াকিয়ার প্রশংসা করে তিনি বলেন, ওয়াকিয়ার এ সুনামের জন্য তাঁর এবং তাঁর এ প্রতিষ্ঠানের সার্বিক সরকারি সুযোগ-সুবিধে ও সহযোগিতার আশ্বাস দৃঢচিত্তে প্রদাণ করেন।

Related Article