০৪ ডিসেম্বর, ২০২৫
ডা.এম.এ.মান্নান,
ছবি: অনুষ্ঠান
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় নবযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিনকে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারি ফোরাম ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবাগত ইউএনওর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের নির্বাহী মহাসচিব মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম মহাসচিব মোঃ শওকত আলী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা এবং অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা প্রদানকালে কেন্দ্রীয় শিক্ষক নেতৃবৃন্দ জানান, শিক্ষার উন্নয়ন ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে নবাগত ইউএনওর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে তারা আগ্রহী।
শুভেচ্ছা গ্রহণের সময় নবাগত ইউএনও মোঃ এরফান উদ্দিন শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষকদের সহযোগিতা নিয়ে আমি শিক্ষা খাতের উন্নয়নে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।