৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অর্থনীতি ও বাণিজ্য

ভোলাহাটে জাল টাকা প্রতিরোধে সোনালী ব্যাংকের ওয়ার্কসপ অনুষ্ঠিত

১৬ মার্চ, ২০২৩

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে জাল টাকা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কসপে উপস্থিত অতিথিবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জাল টাকা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কসপ বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং সোনালী ব্যাংক লিমিটেড ভোলাহাট শাখার যৌথ সহযোগিতায় বৃহস্পতিবার (১৬ মার্চ’২৩) সকালে ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়।

এলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সোনালী ব্যাংক ভোলাহাট শাখার ম্যানেজার মোঃ খন্দকার হাবিব আনোয়ারের সভাপতিত্বে মূল রিসোর্স পারশন হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের সহকারী পরিচালক মোঃ ফিরোজ আহম্মেদ ও মোঃ শামিম হোসেন। অন্যান্যের মধ্যে ভোলাহাট সরকারী মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন ও মোহবুল্লাহ্ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ রহমত আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মুনিরুল ইসলাম মন্টু। এছাড়াও স্থানীয় বীরমুক্তিযোদ্ধাগণ ও ব্যাংক কর্মকর্তাগণ সুধীজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জাল টাকার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে নানা তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের অতিথিগণ।

Related Article