১৭ মার্চ, ২০২৩
ছবি: ভোলাহাটে উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনে পতাকা উত্তোলণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য অর্পণ ও কেক কাটার স্থির চিত্র
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা আওয়ামীলীগ ও তার অংগসংঠনের আয়োজনে বাঙালির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কেটে মিষ্টান্ন বিতরণ, আলোচনা সভা এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠান শুক্রবার সকাল সাড়ে ৯টায় তাঁদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভার আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান প্রবাষক মোঃ রাব্বলি হোসেন, উপলো আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ্, সহসভাপতি মোঃ আফরাজুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিশ্বাস, আওয়ামীলীগ সদস্য ও ইউপি চেয়ারম্যান মোঃ পিারজাহান, মোঃ আতাউর রহমান রজব, মোঃ একরামুল হক মাষ্টার, মোঃ সাদিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে ভোলাহাট সদর ইউপি আওয়ামীলীগ সভাপতি মোঃ মতিউর রহমান মহরিল, সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন নিখিল, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রেজাউল করিম বাবলু, সুমন আলী মাষ্টারসহ আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।