১৯ অক্টোবর, ২০২২
ছবি: ভোলাহাটে বিএনপি’র নবনির্বাচিত আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় উপজেলা অস্থায়ী দলীয় কার্যালয়ে সভা
ভোলাহাটে নবনির্বাচিত উপজেলা বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা বুধবার সকাল ১০ টার দিকে ভোলাহাটের পুরাতন বাসস্ট্যান্ডে উপজেলা অস্থায়ী দলীয় কার্যালয়ে উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক আলহাজ্ব মোহাঃ ইয়াজদানী আলীম আল রাজী জর্জ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব আবদুল কাদের, যুগ্ম আহবায়ক মোসাঃ শাহানাজ খাতুন, সদস্য মোঃ রহমত আলী মেম্বার, মোঃ আজিজুর রহমান মেম্বার, মোঃ হাসান আলী মেম্বার, আলহাজ্ব এনামুল হক, মোঃ জহরুল হক, আঃ রশিদ, যুবনেতা আঃ আজিম, মোঃ তোহিদুল ইসলাম রয়েল, ছাত্রনেতা মাসুদ রানা, মোঃ হাবিব।এসময় নবনির্বাচিত কমিটির সদস্যরা সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দলকে সুসংগঠিত করতে প্রতিটা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি সম্মেলনের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে প্রকাশ্যে করার অঙ্গিকার করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব বলে নেতৃবৃন্দ বক্তব্য দেন। আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনায় মতবিনিময় সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা এবং গনতান্ত্রিক আন্দোলনের জাতীয়তাবাদী দলের সকল শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।