৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ভোলাহাটে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ যথাযথভাবে উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১০ এপ্রিল, ২০২৫

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ ১৪৩২ নববর্ষ পালনে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনের কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় সাংবাদিকগণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) বিকেল সোয়া ২টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক মিলনায়তন কক্ষ্যে অনুষ্ঠিত হয়।

এলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা (অতিরিক্ত দায়িত্ব)'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ্, আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু, মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া ও প্যানেল চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আহারাম আলী, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, আরডিও মোঃ সবুজ আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, মহিলা সরকারী কলেজের নয়া অধ্যক্ষ প্রফেসর ছালেহ্ আহমাদ, এটিও মোঃ হুমায়ুন কবির, ভোলাহাট প্রেসক্লাবের সহসভাপতি এম. এস. আই শরীফ, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবিরসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সূধীজনেরা।

উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা (অতিরিক্ত দায়িত্ব) উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সরকারী নিয়মনীতির আওতায় পহেলা বৈশাখের সকল কর্মসূচি অনুষ্ঠিত হবে। বর্তমান এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের পরীক্ষার যেনো কোন বিঘ্নসৃষ্টি না হয় সেদিকে সকল কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান ও সুধীজনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সুদৃষ্টি রেখে পালনের আহবান জানান।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good