১০ মার্চ, ২০২৩
ছবি: ভোলাহাটে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের শিক্ষা সফর অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” স্লোগানে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ শুক্রবার ভোলাহাট সেরিকালচারে দিনব্যাপি শিক্ষা সফরে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, নয়া যোগদানকৃত উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গাফফার, অগ্রদূত বাংলাদেশ এনজিও সংস্থার পরিচালক মোঃ ইয়াহিয়া খান রুবেল, উপজেলা উপানুষ্ঠানিকের সমন্বয়ক মোঃ আকতারুল ইসলামসহ উপজেলার ৫৬টি আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের শিক্ষক-শিক্ষিকারা। এসময় বিশেষ আকর্ষণ হিসেবে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।