১৯ সেপ্টেম্বর, ২০২২
ছবি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩নং দলদলী ইউনিয়ন বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এণ্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ১৯ সেপ্টেম্বর'২২ সোমবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে ৩নং দলদলী ইউনিয়ন বিএনপি আয়োজিত আবু মোতালেব মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, গোমস্তাপুর সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক বাইরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নাচোল উপজেলা বিএনপির সদস্য সচিব আবু তাহের খোকন। অনুষ্টানের সার্বিক তত্বাবধানে ছিলেন, ভোলাহাট উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব খিজির হায়াত মোল্লা, যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান। ৩নং দলদলী ইউপির সদস্য সচিব মোস্তাকিম মেম্বারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির কনিষ্ঠ সদস্য হায়দার আলী, আতাউর রহমান মাষ্টার, ১নং ইউপির আহবায়ক সারোয়ার জাহান, ২নং ইউপির আহবায়ক মঈনুদ্দিন ও সদস্য সচিব ইদ্রিস আলী মাষ্টার, ৪নং ইউপির আহবায়ক শাহ্ জালাল ও সদস্য সচিব কামরুজ্জামান বাবুলসহ অন্যরা।