০৭ জানুয়ারী, ২০২৪
ছবি: ভোলাহাটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রষ্তুতিতে ইউএনও অফিসের দৃশ্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এবারের চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, নাচোল ও গোমস্তাপুর) আসনের সকাল থেকে ভোটারদের উপস্থিতি তুলনামূলক ভাবে না থাকলেও কোন স্বহিংস ঘটনা ছাড়াই ভোটগ্রহণ চলছে। ভোলাহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৪ হাজার, ৭'শ ৮৪। মোট ভোট সেন্টার ৩৭টি। এর মধ্যে গুরুত্বপূর্ণ ৩১টি ও সাধারণ ৬টি।
ভোলাহাট উপজেলার সর্বত্রই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সরজমিনে গিয়ে জানা গেছে।
তবে উপজেলা পরিষদ সংলগ্ন রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশন, বৃহত্তর বজরাটেক গ্রামের সবজা পাইলট উচ্চ বিদ্যালয়, পোল্লাডাঙ্গা নাজিরপুর, হোসেনভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুন্জুর আহমেদ উচ্চ বিদ্যালয়, পাঁচটিকরী ও বীরেশ্বরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বীরেশ্বরপু বালিকা উচ্চ বিদ্যালয়, গোহালবাড়ী, হাউসপুর, খালেআলমপুরসহ আরো কয়েকটি ভোট সেন্টারে ভোটারদের উপস্থিতি ছিলো মোটামোটি ভাল।
এছাড়াও উপজেলার মুশরীভূজা, খড়কপুর, ময়ামারী, নামো মুশরীভূজা, দলদলী, আদাতলাসহ আরো বেশ কয়েকটি সেন্টারে ভোটারদের উপস্থিতির সংখ্যা ছিলো কম।
সবমিলিয়ে সেন্টারে সেন্টারে তথ্য নিয়ে জানা গেছে, কোনো প্রকার স্বহিংস ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানান প্রতিটি ভোট সেন্টারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য দায়িত্বরত কর্মচারীগণ।