৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ভোলাহাট উপজেলা প্রশাসন যেনোতেনো ভাবে পালন করলেন পহেলা বৈশাখ!

১৪ এপ্রিল, ২০২৫

মোঃ শরিফুল ইসলাম (শরীফ),
ভোলাহাট উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

ছবি: ছবিক্যাপশনঃ ভোলাহাটে উপজেলা প্রশাসনের যেনোতেনো ভাবে পালনে পহেলা বৈশাখের কয়েকটি দৃশ্য। ১ম ছবিঃ ব্যানার ছাড়াই দাঁড়িয়ে আলোচনা, ২য় ছবিঃ টেবিল ছাড়াই পন্তাভাত খাবার দৃশ্য ও ৩য় ছবিঃ ছোট্ট পিচ্চির নাচের দৃশ্য।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে যেনোতেনো ভাবে নানা অনুষ্ঠান পালন করলেন পহেলা বৈশাখ ১৪৩২।

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে স্থানীয় কর্মসূচী প্রণয়ন সংক্রান্ত সরকারীভাবে প্রজ্ঞাপনের আলোকে ১লা বৈশাখ ১৪৩২ পালনে ভোলাহাট উপজেলা প্রশাসন সোমবার দিনব্যাপী নানা আয়োজনের চিঠি হাঁকালেও সকাল ৮টায় ছিল বৈশাখী শোভাযাত্রা ও আবশ্যিকভাবে জাতীয় সংগীত এবং এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবার কথা থাকলেও সারাদিনের নানা অনুষ্ঠান যেনোতেনো করেই শেষ করেন গুটি কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।

উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত নিশাত আনজুম অনন্যার অনুপস্থিতিতে অন্যান্যের মধ্যে ভোলাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, আরডিও মোঃ সবুজ আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, উপজেলা এলজিইডি কোষাধ্যক্ষ মোঃ মোখলেস উদ্দিন, আনসার-ভিডিপি অফিসার মোঃ সামিউল বাশির, এটিও মোঃ হুমায়ুন কবীর, ভোলাহাট আম ফাউন্ডেশন সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলীসহ উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কয়েকজন।

উপরোক্ত কর্মকর্তাদের নিয়ে প্রথমেই একটি শোভাযাত্রা করলেও ভোলাহাট স্মৃতিসৌধ চত্বরে বৈশাখের পন্তাভাত-সামান্য আলুশানা ভর্তা, দু'টি মরিচ, হাফ টুকরা পিয়াজ-লবনসহ শুধু চেয়ারে বসেই খাওয়া শেষেউপজেলা পরিষদের ভিতরে থাকা ছোট কাজের মেথর ও অন্যান্য ছোট্ট ছোট্ট বাচ্চাদের নাচগান দিয়েই বৈশাখী অনুষ্ঠানসূচী শেষ হয়।

এরই ফাঁকে উপজেলা কৃষি দপ্তরের সামনে দাঁড়িয়ে উপরে উল্লেখিত অফিসারদের নিয়ে ব্যানার-ফেষ্টুন ছাড়াই বক্তব্য রাখেন কৃষি অফিসার। এ সময় মঞ্চে ছোট ছোট ছেলেমেয়েদের বেসুরের অনুষ্ঠান-নাচ, গান ও নাটিকা অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত নিশাত আনজুম অনন্যা-এর মোবাইল নম্বরে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good