২৬ জানুয়ারী, ২০২৩
ছবি: হিলি শুল্ক স্টেশন
আজ বৃহস্পতিবার ও আগামীকাল শুক্রবার সরকারী ছুটির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দু’দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে উভয় দেশের মধ্যে পাসপোর্ট ধারীযাত্রী পারা-পার স্বাভাবিক থাকবে।
হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক গ্রুপের সভাপতি মোঃ হারুন উর রশিদ বলেন,
আজ বৃহস্পতিবার ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এবং আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে দু’দিন এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আগামী শনিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় চালু হবে।
তিনি আরো বলেন ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমদানি- রপ্তানি বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরে লোড-আনলোড কার্যক্রম চালু থাকবে।
হিলি ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )বদিউজ্জামান বলেন, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারা পার ও অন্যান্য দিনের মতো স্বাভাবিক থাকবে।