০৪ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: বনভোজনের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করছেন অতিথিরা।
বর্ণিল আয়োজন ও আনন্দঘন পরিবেশে ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ৪ ফেব্রুয়ারী দিনব্যাপী পুরাতন ঠাকুরগাঁওয়ের আকচায় স্বপ্নজগত পার্ক বিনোদন কেন্দ্রে রুহিয়া থানা প্রেসক্লাবের সাংবাদিক ও তাঁদের পরিবার-পরিজনদের নিয়ে জাঁকজমক পূর্ণভাবে এ বনভোজনের আয়োজন করা হয়।
প্রথম অধিবেশনে সকালের নাস্তা দিয়ে শুরু হয়। এরপর প্রেসক্লাব সদস্যদের ঝুড়িতে বল নিক্ষেপ ও মহিলাদের বলটি ধরো প্রতিযোগিতাসহ নানা রকম খেলাধুলা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় অধিবেশনে রুহিয়া প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আমিনুল হক ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এক সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনকে আরও বেশি শক্তিশালী করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
শেষে লটারি ও বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়।
লটারি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নজগত পার্কের প্রতিষ্ঠাতা ও আকচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সারোয়ার চৌধুরীসহ সকল সদস্য ও তাঁদের পরিবারবর্গ।
Good news
Good