১৬ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: অতিথি ও ওলামায়েকেরামগণ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আজ ১৬ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা অডিটোরিয়ামে "সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক প্রতিরােধ, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সামাজিক সমস্যা নিরসন" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারহানা আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ জনাব আহসানুল ইসলাম টিটু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক জনাব মোহাম্মদ আলী, দেলদুয়ার উপজেলা ভাইস চেয়ারম্যান ও দেলদুয়ার উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক জনাব এস. এম. এহসানুল হক সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব হোসনে আরা আক্তার, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফজলুল হক।
আরও উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস. প্রতাপ মুকুল, দেলদুয়ার উপজেলা ছাত্রলীগের সভাপতি ও বিআরডিবি'র চেয়ারম্যান জনাব মাসুদ রানাসহ স্থানীয় ওলামায়েকেরামগণ।