৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / অর্থনীতি ও বাণিজ্য

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ প্রতিশ্রুতির কোনো পরিবর্তন নেই- নব নির্বাচিত সাধারন সম্পাদক

০৬ ডিসেম্বর, ২০২২

রাজু কুমার দে,
নাটোর জেলা (নাটোর) প্রতিনিধি

ছবি: বাংলাদেশে জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) নাটোর জেলা শাখার নব-নির্বাচিত সাধারন সম্পাদক ও সভাপতি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নাটোর জেলা শাখার -নব নির্বাচিত সাধারন সম্পাদক রঘুনাথ কর্মকার বলেছেন ''উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আরো অগ্রগামী করতে আমাদের ঐক্যবদ্ধ প্রতিশ্রুতির কোনো পরিবর্তন হবে না'' । প্রথম সারির অনলাইন মিডিয়া তারুন্য ২৪ এর সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন বাজুসের গঠনতন্ত্র অনুযায়ী মূল উদ্দেশ্য গুলো আরো সুন্দর ভাবে বাস্তবায়িত করতে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই বাজুস নাটোর জেলা শাখা আরো এগিয়ে যাবে । তিনি বলেন "সন্মানিত স্বর্ণ ব্যবসায়ীবৃন্দ আমার প্রতি ভালোবাসা এবং আস্থা রেখে সাধারণ সম্পাদক পদে আমাকে নির্বাচিত করেছেন। আমি তাদের এই ভালোবাসা এবং আস্থার  প্রতিদান কাজের মাধ্যমে উপহার দেব। সন্মানিত সভাপতি, কার্যনির্বাহী পরিষদ এর সকল সদস্যবৃন্দের সমন্বিত সিদ্ধান্ত আগামীতে বাস্তবায়ন করা হবে যেখানে ব্যবসায়ী এবং ভোক্তা উভয়েই উপকৃত হবেন।আগামীতে বৈষম্যহীন একটি অন্যতম আদর্শ সংগঠন গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টাই হবে মূল লক্ষ্য। অপর দিকে নব-নির্বাচিত সভাপতি স্বপন পোদ্দার কে বাজুস এর আগামীর ভিশন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন-নির্বাচন হচ্ছে প্রতিটি সংগঠনের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া । কিন্ত তার মানে এই নয় যে যারা নির্বাচনে জয়ী হতে পারে নি তাদের মূল্যায়ন হবে না । তিনি বলেন বাজুস নাটোর জেলা শাখা একটি অবিচ্ছেদ্য পরিবার এর ন্যায়, যেখানে সকলেই উন্নয়নের অংশীদার । গ্রাহক সেবা নিশ্চিত করা, দেশীয় স্বর্ণ শিল্পকে পৃষ্ঠপোষকতা করা এবং জুয়েলারি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা থেকে শুরু করে দেশের অর্থনীতিতে অগ্রনী ভূমিকা রাখতে আমরা বদ্ধ পরিকর । বাজুস আন্তর্জাতিক বাজার, দেশীয় বাজার এবং সাধারণ ভোক্তাদের বিষয় বিবেচনায় রেখে আগামীতে আরো অগ্রগণ্য ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও সংস্থার সাথে সমন্বয় সাধন করে, জুয়েলারি শিল্পের বিকাশ এবং জাতীয় অর্থনীতিতে এর গুরুত্বপূর্ণ অবদানের রূপরেখা, সঠিক ও প্রতিযোগিতামূলক ব্যবসা এবং ভোক্তা অধিকার অক্ষুন্ন রাখতে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সকল সদস্যদের মধ্যে বিধি ও প্রবিধান প্রচার এবং প্রসার করতে আমরা বদ্ধ পরিকর ।  বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নাটোর জেলা শাখা আগামীতে আরো গুরুতপূর্ন ভূমিকা রাখতে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়েই এগিয়ে যাবে । উল্লেখ্য- গত (২৫ নভেম্বর) শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) নাটোর জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে স্বপন পোদ্দার ও সাধারণ সম্পাদক পদে রঘুনাথ কর্মকার নির্বাচিত হয়েছেন। গত (২৫ নভেম্বর) শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এবং সেদিন রাতে বাজুস নাটোর জেলা শাখার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার । সভাপতি পদে খেঁজুর গাছ প্রতীকে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বপন পোদ্দার। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোখলেছুর রহমান মুকুল পেয়েছেন ৭৭ ভোট। অপর দিকে সাধারণ সম্পাদক পদে হাতি প্রতীক নিয়ে ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রঘুনাথ কর্মকার, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভবেশ চন্দ্র চক্রবর্ত্তী ঘোড়া প্রতীক নিয়ে ৭৬ ভোট পেয়েছেন। অপর দিকে কোষাধ্যক্ষ পদে সুশীল কুমার পোদ্দার, সাংগঠনিক সম্পাদক সাগর কুমার দাস, সমাজকল্যাণ সম্পাদক রাম প্রসাদ কর্মকার, দপ্তর সম্পাদক সানোয়ার হোসেন রনি নির্বাচিত হয়েছেন। মোট ভোটার সংখ্যা ছিলো ২৬৮ জন। এছাড়া নাটোর জুয়েলার্স এসোসিয়েশন নির্বাচনে দুই প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬ পদে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উক্ত দিনে সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ম্যাজিস্ট্রেটসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে সন্তষ্টি প্রকাশ করেছেন । নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহন খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে এবং শপথ গ্রহন শেষে (বাজুস)এর গঠনতন্ত্রের নীতিমালার আলোকেই নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন করবেন।

Related Article