০১ জানুয়ারী, ২০২৩
ছবি: বগুড়া শাজাহানপুর গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে পাঠ্যপুস্তক বিতরণ।
সারা দেশের ন্যায় বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মোঃ আলী ইমাম ইনোকী।
তিনি বলেন, বাংলাদেশকে শিক্ষার নগরী হিসাবে গড়ে তুলতে হবে। উন্নত শিক্ষা গ্রহণের মধ্যে দিয়ে দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষাকে শিক্ষার্থীদের সম্পদ হিসাবে পরিনত করতে বদ্ধপরিকর। সুশিক্ষায় শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেকে বিশ্বের বুকে ফুঁটে তুলতে হবে। একমাত্র উচ্চ শিক্ষায় পারে বাংলাদেশকে সমৃদ্ধশীল করে গড়ে তুলে নিজের দেশকে একটি উন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্ত করতে।
তিনি আরও বলেন, বতর্মান সরকার শিক্ষানুরাগী মর্মে সারা দেশের সকল শিক্ষার্থীদের প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পযর্ন্ত উপবৃত্তির ব্যবস্থা করেছেন। তাছাড়াও প্রথম থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থীদের সম্পূর্ণ ফ্রিতে বছরের প্রথম দিনে নতুন নতুন বই সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপহার হিসাবে পাঠিয়ে দিচ্ছেন। শুধুমাত্র শিক্ষার্থীর অভিভাবকদের সচেতন থাকতে হবে যাতে করে তাদের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নিতে পারে।
রবিবার (০১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ষষ্ঠ থেকে দশম শ্রেণির কৃতি শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণকালে প্রধান অতিথির এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ মোতাহার হোসেন মুকুলের সভাপতিত্বে ও প্রভাষক শহিদুল ইসলাম সুমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান, শিক্ষক প্রতিনিধি প্রভাষক জিনাত জাহান পাতা, আব্দুস সোবহান, আব্দুল মজিদ, রাম গোপাল, অভিভাবক সদস্য মোকছেদ আলী, বিপদ ভঞ্জন রায়, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তাজনুর রহমান শাহীন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, আব্দুস ছাত্তার সহ শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী এবং অভিভাবকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।