২৬ নভেম্বর, ২০২২
ছবি: বাঁশের বান্ডেল নির্মাণ
ব্রহ্মপুত্র নদীর তীরে মোল্লার হাট বাজার রক্ষার প্রাণপণ চেষ্টায় ভাঙ্গন রোধে স্থানীয়দের উদ্যোগে বাঁশের বান্ডেল নির্মাণ কাজ চলমান রয়েছে। সরজমিনে জানা গেছে, আজ শনিবার ২৬ নভেম্বর দুপুরে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নদ-নদী বাহিত বেগমগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার পরিচিতি ইজারাদাকৃত মোল্লাহাট বাজার ও কডডার মোড় ব্রহ্মপুত্রের নদীর ভাঙ্গনের মুখে পড়ছে। ইতিমধ্য দফায় দফায় ভাঙ্গনের কবলে পড়ে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে। এবার মোল্লাহাট বাজার ও কডডার মোড় শেষ রক্ষায়। বাজার থেকে কিছুটা দুর্গমে ব্রহ্মপুত্রের বুকে জেগে উঠাবালুচর ও সংলগ্ন দুধকুমার নদীর সন্নিকটে ব্রহ্মপুত্রের মুখে পানি কম থাকায়। স্থানীয়দের উদ্যোগে বাঁশের বান্ডেল নির্মাণ কাজ চলমান রয়েছে। বর্তমান বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির সভাপতি বাবলু মিয়া ৪ নং ওয়ার্ডের, ইউপি সদস্য শফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আকতার হোসেন স্থানীয় মিজানুর রহমান, সোহেল পাষান ও ফারুক হোসেন ফাজিল সহ অনেকে আর্থিক ও স্বেচ্ছাশ্রমে বিভিন্ন সহযোগিতা করছেন। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ৬ জন শ্রমিক দিয়ে বাঁশের বান্ডেল নির্মাণ কাজ চলছে। এতে ৬ জন শ্রমিকের মজুরি হিসাবে ব্যয় হচ্ছে দিন প্রতি ১০ হাজার টাকা। প্রতিদিন বাঁশের প্রয়োজন হয় প্রায় ১৫০ টি থেকে ১৬০ টি। ১ হাজার ফিট লম্বা ভাবে মোল্লাহাট বাজার থেকে পার্শ্ববর্তী এলাকায় ব্রহ্মপুত্রের মুখে বাঁশের বান্ডেল নির্মাণের কাজ চলমান রয়েছে। এ পর্যন্ত প্রায় ৪০০ ফিট কাজ শেষ হয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, নিজেদের অর্থআনে এবং গ্রামবাসীর সহযোগিতায় নির্মাণের কাজ শুরু করা হয়। তবে আমি সাক্ষাতে উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু সাহেবের কাছে বিষয়টি অবগত করালে তিনি ৫০ হাজার টাকা আর্থিক হিসেবে বান্ডেল নির্মাণ কাজে খরচ বহন করার কথা জানান । এ ব্যাপারে বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আকতার হোসেন জানান ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনের মুখে থাকা মোলার হাট বাজার, মসজিদ, ঈদগাহ মাঠ, ইউনিয়ন আওয়ামী লীগ পার্টি অফিস সহ নানা স্থাপনা ভাঙ্গন ঠেকানোর জন্য আমরা বাঁশের বান্ডেল নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছি। তা গত ২/ ৩ দিন থেকে কাজ চলমান রয়েছে। উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু মহোদয় বান্ডেল নির্মাণ কাজের বিষয়টি অবগত করা হলে তিনি আর্থিক সহায়তা হিসাবে ১ লক্ষ টাকা প্রদান করবেন। নগদ ৫০ হাজার টাকা প্রদান করেছেন । আরো ৫০ হাজার টাকা কয়েকদিনের মধ্যে প্রদান করবেন বলে জানিয়েছেন। স্থানীয় মানব সেবা কারী মিজানুর রহমান জানান, বাঁশ, অন্যান্য সামগ্রী, শ্রমিক, নৌকা ভাড়া ব্যয়বহন আমরা নিজেরাই করতেছি এবং অনেকে স্বেচ্ছাশ্রমে সহযোগিতা করতেছে। উলিপুর উপজেলা চেয়ারম্যান মহোদয় কিছু আর্থিক সহায়তা প্রদান করার কথা জানান। এলাকাবাসী ও স্থানীয় বাজার ব্যবসায়ীরা, জানান এতে যদি ঐতিহ্যবাহী মোল্লাহাট ও কডডার মোড় ভাঙ্গন থেকে রক্ষা হয তা আমাদের জন্য সৌভাগ্য। তবে স্থানীয় ভাবে ভাঙ্গন রোধ ও নদী শাসনের সুব্যবস্থা জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহ সরকারের উর্দ্ধতন মহলে বিষয়টি সুনজর দেওয়ার জন্য হস্তক্ষেপ কামনা করছেন।
Good news
Good