০৫ ডিসেম্বর, ২০২২
ছবি: প্রধান অতিথি আঃ মজিদ সিকদার বাচ্চু
বরিশাল জেলার উজিরপুরে উপজেলা পরিষদের উদ্যোগে রাজস্ব তহবিলের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল তৈরীর ভিত্তি প্রস্তর স্থাপনের শূভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। ৫ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মূরালের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, আওয়ামীলীগ নেতা আনিচুর রহমান নয়ন, যুবলীগ নেতা বাবুল সিকদার ও মনু মিয়া প্রমূখ। এ সময় দেশ ও জাতির কল্যানে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন এবং উপজেলাকে ঢেলে সাজানোর অঙ্গীকার করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
Good news
Good