৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
অপরাধ

উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ট্রলি চালকসহ আহত-২

২৬ নভেম্বর, ২০২২

মোঃ শামীম হোসাইন,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: ট্রলির চালক

বরিশাল জেলার উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ট্রলি চালকসহ  দুজন দুজনকে পিটিয়ে রক্তাক্ত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আহত সুত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের মধ্য ধামুরা গ্ৰামের তাহের আলি দাহারিয়ার ছেলে ট্রলি চালক নিয়ামুল দাহারিয়া (২৮) এর সহযোগী চালক মোঃ মোশারফ ঘরামীকে শুক্রবার রাতে মাদকসেবীরা বেপরোয়া হয়ে হামলা চালায়। নিয়ামুল দাহারিয়া এর প্রতিবাদ করায় তাকে ২৬ নভেম্বর দুপুর আড়াইটায় বসতবাড়ির সামনে পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায় ওই এলাকার মাদকসেবী সন্ত্রাসী সাইফুল মৃধা, সৌরভ মৃধা, মেহেরাব মৃধা। এ সময় রবিউল শরীফ বাঁধা দিলে তাকেও পিটিয়ে আহত করেছ এবং নিয়ামুলের সাথে থাকা এনজিওর কিস্তির নগদ ৩২হাজার টাকা ও একটি দামীয় মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে বীরদর্পে চলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে। অভিযুক্ত সাইফুল ইসলাম মৃধা বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Article