৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ফলোআপঃ উজিরপুরে মাকে জুতাপেটার ঘটনায় দুই ছেলে গ্রেফতার

১৪ নভেম্বর, ২০২২

মোঃ শামীম হোসাইন,
সিনিয়র স্টাফ রিপোর্টার

ছবি: গ্রেফতারকৃত দুই ছেলে।

বরিশালের উজিরপুরে মাকে একশত জুতাপেটা করার ঘটনায় মামলা দায়ের করা অভিযুক্ত ২ ছেলেকে গ্ৰেফতার করেছে পুলিশ। ১৪ নভেম্বর সোমবার সকালে অভিযুক্ত  অমল মন্ডল ও শ্যামল মন্ডলকে গ্ৰেফতার করেছে পুলিশ। উল্লেখ্য হারতা ইউনিয়নের কালবিলা গ্ৰামের অমল মন্ডলের স্ত্রী মুক্তা মন্ডলের সাথে তার শাশুড়ি স্বরসতি মন্ডলের পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ নিয়ে স্বামীর কাছে শাশুড়ির বিরুদ্ধে বিচার দেয়। এরই প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে গত শনিবার সন্ধ্যায় ছেলে অমল মন্ডল, শ্যামল মন্ডল,বিমল মন্ডল ও পুত্রবধূ মুক্তা মন্ডল মিলে  মা স্বরসতি মন্ডল(৬২) কে জুতাপেটা করে টেনে হেঁচড়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আহতকে স্হানীয়রা মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় আহত'র স্বামী বিশ্বেসর মন্ডল বাদী হয়ে ১৩ নভেম্বর হামলাকারী ছেলে অমল মন্ডল,শ্যামল মন্ডল, বিমল মন্ডল,মুক্তা মন্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান ইতিমধ্যে মামলার ২ আসামিকে করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকীদের গ্ৰেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good