০৪ ডিসেম্বর, ২০২২
ছবি: বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান মল্লিকের দাফন।
বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান মল্লিক (৭৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন ইন্নাল্লি……… রাজেউন। মৃত্যুকালে তিনি পরিবারের লোকজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার দুপুর ২ টায় মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করেন উজিরপুর মডেল থানার এসআই জসিম উদ্দিন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, ওটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক রাড়ীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান।
Good news
Good