০৮ মে, ২০২৩
ছবি: প্রতিকী ছবি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলীতে ট্রলারে গরু পাচারকালে নয়টি গরু জব্দ করেছে নৌ-পুলিশ । রবিবার রাত ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলের নিশানবাড়িয়া স্পট থেকে গরুগুলো জব্দ করা হয়।
নৌ-পুলিশের এস আই কামাল হোসেন জানিয়েছেন, টহলকালে তাদের বোট দেখে চোরের দল গরুসহ মাছ ধরার ট্রলারটি দ্রুত চালাচ্ছিল। ট্রলার থামানোর জন্য সিগনাল দিলে ট্রলারটি আরও দ্রুত চালিয়ে কিনারে ভিড়িয়ে লোকজন সটকে পড়ে। ফলে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গরু এবং ট্রলার জব্দ করা হয়েছে।
স্থানীয় লোকজন জানিয়েছেন, একটি চোর-চক্র এভাবে ট্রলারে গরু চোরাই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
Good news
Good