৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ / জাতীয়

চন্দনাইশে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু

১০ Jun, ২০২৪

মোঃ আয়ুব মিয়া,
চন্দনাইশ উপজেলা ( চট্টগ্রাম ) প্রতিনিধি

ছবি: অজ্ঞাত মৃত ব্যক্তিটি

সোমবার (১০ জুন) বিকাল পৌনে ৩টার দিকে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রৌশনাহাটের পার্শ্বে বরুমতি খালের সামনে রেল লাইন পারাপারের সময়। ব্যক্তিটি রেল লাইন পার হওয়ার সময় হঠাৎ দ্রুত গতির ট্রেনের ধাক্কায় গুরুতর আঘাত প্রাপ্ত হলে ঘটনাস্থলে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে আহত অবস্থায় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। দোহাজারী রেলস্টেশন মাস্টার ইকবাল হোসেন, ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। বর্তমানে লাশটি রেলওয়ে পুলিশ ও চন্দনাইশ থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরিচয় পাওয়া না গেলে বেওয়ারিশ লাশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামের হাতে হস্তান্তর করা হবে। স্থানীয়রা ধারণা করছেন মৃত ব্যক্তিটি চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলাধীন এলাকায় ভিক্ষাবৃত্তি করতে দেখা যেত। তাই তার বাড়ি ঐ এলাকার মধ্যে কোন একটি গ্রামে হতে পারে। তার পরিচয় নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করছে তারা।

Related Article