২৩ নভেম্বর, ২০২২
ছবি: উপহার হস্তান্তর করা হচ্ছে
পশ্চিম হরিনাথপুর চর কান্দা ভূঁইয়া বাড়ী জামে মসজিদে মুসুল্লিদের নামাজের সুবিধার্থে ০২ বান টিন, মাইক , ইউনিট, সাউন্ড বক্স , মাইক্রোফোন , চাল মেরামতের খরচ সহ , কার্পেট উপহার প্রদান করা হয় "ট্রাস্টেড ফাউন্ডেশন হরিনাথপুর" এর পক্ষ থেকে।
অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য এস এম তারিকুল জানান,, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মানবিক সেবার ধারাবাহিকতায় ( ২৩-১১-২০২২ রোজ বুধবার ) ট্রাস্টেড ফাউন্ডেশন এর নিজস্ব অর্থায়নে পশ্চিম হরিনাথপুর চর কান্দা ভূঁইয়া বাড়ী জামে মসজিদে মুসুল্লিদের নামাজের সুবিধার্থে ০২ বান টিন, মাইক , ইউনিট, সাউন্ড বক্স , মাইক্রোফোন , চাল মেরামতের খরচ সহ , কার্পেট উপহার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য মোঃ সাহেদ সরদার তিনি জানান, মানবিক সেবার উদ্দেশ্য নিয়ে বরিশাল জেলা, হিজলা উপজেলা, হরিনাথপুর ইউনিয়নের এক ঝাঁক তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় "ট্রাস্টেড ফাউন্ডেশন হরিনাথপুর" দীর্ঘদিন যাবৎ আমাদের সংগঠনটি অ-রাজনৈতিক, অ-লাভজনক, স্বেচ্ছাসেবী, যুব- উন্নয়ন ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
মোঃ সাহেদ সরদার আরো জানান , এই সমস্ত সামাজিক ও মানবিক এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করতে আগ্রহী , আমি অসুস্থ আমার হাত ভাঙা নিয়ে ছুতে এসেছি এই উদ্দেশ্যে যাতে সকলকে সহযোগিতা করতে পারি ও কাজগুলো সঠিক ভাবে সম্পূর্ণ হয়।
আমরা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষে মানবিক, সামাজিক, যুব-উন্নয়ন সহ দেশ ও দশের সেবায় নিয়োজিত থাকবো। ইনশাআল্লাহ।