১২ মার্চ, ২০২৪
ছবি: কক্সবাজার সদর হাসপাতাল
কক্সবাজার শহরে তলপেটে লাথির আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে এক গর্ভবতী নারী। আহত হয়েছে তার মাও।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে নালার পানি চলাচল নিয়ে প্রতিবেশীদের সাথে কথা-কাটাকাটি হয় শহরের বৈদ্যঘোনা এলাকার আয়েশা বেগম নামে এক নারীর। পরে প্রতিবেশী জাহাঙ্গীর আলম, সাজ্জাদ আলম, আনোয়ার হোসেনস, সায়েম হ প্রায় ১০ থেকে ১২ জন আয়েশা বেগমকে মারধর শুরু করে। বিষয়টি দেখে মাকে বাঁচাতে এগিয়ে আসলে আয়েশা বেগমের অন্তঃস্বত্তা মেয়ে সাইরিন জাহানকেও মারধর শুরু করে। এক পর্যায়ে তাকে তলপেটে লাথি মেরে আঘাত করে জাহাঙ্গীর। পরে স্থানীয় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে। অন্তঃসত্ত্বা সাইরিন এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার মাথাও ফেটে দিয়েছে দুর্বৃত্তরা। সাইরিনের মা আয়েশা বেগমকেও মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে পৌঁছলে বোরহান উদ্দিন রব্বানী নামে এক স্থানীয় এক সাংবাদিকের উপরও হামলা চালানো হয়। কেড়ে নেওয়া তার মোবাইলও। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় আইনগত মামলা প্রক্রিয়াধীন বলে জানায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম।
Good news
Good