১২ এপ্রিল, ২০২৩
ছবি: বার্ষিক সম্মেলন
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা কৃষক দলের দ্বি বার্ষিক সম্মেলন
অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল (বুধবার) বিকেলে রুহিয়া থানা বিএনপির কার্যালয়ে থানা কৃষক দলের সভাপতি আলহাজ্ব মোঃ আইনুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান সভাপতি, ঠাকুরগাঁও জেলা বিএনপি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ঠাকুরগাঁও সদর।
প্রধান বক্তা হিসেবে ছিলেন, মোঃ আনোয়ারুল হক সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কৃষক দল ও সভাপতি, ঠাকুরগাঁও জেলা কৃষক দল। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মোস্তফা কামাল
সভাপতি, রুহিয়া থানা বিএনপি ও সাবেক ইউপি চেয়ারম্যান ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মালেক মানিক সাধারণ সম্পাদক, রুহিয়া থানা বিএনপি। এ সময় আরো উপস্থিত ছিলেন ৬টি ইউনিয়নের কূষক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের ২য় অধিবেশনে সকলের মতামতের ভিত্তিতে আলহাজ্ব মোঃ আইনুল হককে সভাপতি, মোঃ লুৎফর রহমানকে সাধারণ সম্পাদক এবং মোঃ বিপ্লব হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা কৃষক দলের সভাপতি মোঃ আনোয়ারুল হক।
Good news
Good