১২ এপ্রিল, ২০২৩
ছবি: ইফতার মাহফিল
বুধবার(১২ই এপ্রিল২০২৩ইং)ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী প্রেস ক্লাবের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভুল্লী ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ জনাব, মোঃ জুলফিকার আলী,ভূল্লী থানার ওসি জনাব এ কে এম আতিকুর রহমান, ঠাকুরগাঁও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান,ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের সভাপতি জনাব মোঃ আব্দুর রশিদ, ভুল্লী থানার অন্তর্ভুক্ত ৫ নং বালিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জনাব মোঃ জুলফিকার আলী ভুট্টু চৌধুরী,
৬ নং আউলিয়াপুরের চেয়ারম্যান জনাব মোঃ আতিকুর রহমান,ঠাকুরগাঁও জেলা যুবলীগের উপ দপ্তর সম্পাদক এস এম শাওন চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ীও ভূল্লীপ্রেস ক্লাবের দাতা সদস্য জনাব মোঃ বাহার আলী সরকার,নুর আলম সহ বিভিন্ন রাজনৈতিক ও বিশিষ্ট সমাজসেবী নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ভুল্লী প্রেস ক্লাবের সভাপতি জনাব মোঃ আব্দুর রাজ্জাক বাপ্পি বলেন-" ভুল্লী প্রেস ক্লাব অনেক পরিশ্রম এর ফলে আমরা গঠন করতে পেরেছি। অদ্যবদি আমাদের প্রেস ক্লাবের সকল সদস্য ও সাংবাদিকগণ সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। ক্লাব টিকে আরো বেগবান করার জন্য তিনি সকলের সহযোগিতা চেয়ে উদাত্ত আহ্বান জানান।
" সংক্ষিপ্ত বক্তব্যে ভুল্লী থানার অফিসার ইনচার্জ জনাব এ কে এম আতিকুর রহমান বলেন-" ভুল্লী থানায় ভুল্লী প্রেস ক্লাব আমাদের অন্যতম সহায়ক একটি সংগঠন। সামনে পহেলা বৈশাখ ও পবিত্র ঈদ উপলক্ষে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। কোন অপশক্তি যেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পার। আপনারা সকলে থানায় আসবেন। আমাকে বিভিন্ন অসামাজিক কাজ- মাদক,জুয়া,চোরাকারবারি সহ সকল বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করবেন"।
বক্তব্যে জনাব মোঃ জুলফিকার আলী বলেন-" ভুল্লী থানা আমাদের অনেক পরিশ্রম ও সাধনার ফসল। এক শ্রেনীর মানুষ থানা বিষয়ে বিভিন্ন কটু কথা ছড়াচ্ছে। কেউ যদি অপরাধ করে তাকে থানা ধরে নিয়ে আসলে সেটা তো সমস্যা নয়। থানা হয়ে গেছে এখন আমরা চাই ভুল্লী কে উপজেলা হিসেবে দেখতে "।
ভুল্লী প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মোঃ আব্দুর রাজ্জাক বাপ্পি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব মোঃ জহিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠান টি ভুল্লী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভুল্লী প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Good news
Good