০৬ অগাস্ট ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে চার চোরাই গরু উদ্ধারসহ এক চোর গ্রেপ্তার

০৩ অগাস্ট, ২০২৫

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: চার চোরাই গরু উদ্ধারসহ এক চোর গ্রেপ্তার

গত ১৫ জুলাই ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ঘনিমহেষপুর (খালপাড়া) গ্রামের মতিউর রহমানের গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি হয়ে যায়। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য তিন লাখ দুই হাজার টাকা।

পরদিন গরু চুরির ঘটনায় রুহিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন গরুর মালিক। অভিযোগ পাওয়ার পর চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে মাঠে নামে রুহিয়া থানা পুলিশ।

অবশেষে রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম নাজমুল কাদেরের নির্দেশনায় এবং উপপরিদর্শক সুলতান মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম শনিবার (২ আগস্ট) সারাদিন অভিযান চালিয়ে পঞ্চগড় জেলার আটোয়ারী, বোদা এবং ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার বিভিন্ন এলাকা থেকে তিনটি গরু ও একটি বাছুর উদ্ধারসহ মো. সুজন ইসলাম (২২) নামে একজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সুজন ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার টেপাগাঁও (ভেড়ভেরী মাদ্রাসা সংলগ্ন) গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

এ বিষয়ে রুহিয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম নাজমুল কাদের বলেন, “গরু চুরির বিষয়ে অভিযোগ পাওয়ার পর থানার একটি চৌকস টিম নিয়ে অভিযান চালিয়ে একটি বাছুর ও তিনটি চোরাই গরু উদ্ধারসহ একজনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। এরপর আসামির বিরুদ্ধে গরু চুরির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, এখনো একটি চোরাই গরু উদ্ধার বাকি রয়েছে। সেটি উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে। উদ্ধার হওয়া গরুগুলো আইনানুগ প্রক্রিয়া শেষে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে।
 

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good