২৩ অক্টোবর, ২০২২
ছবি: আজিমুশ্বান ইসলামী জলছা
ঠাকুরগাঁওয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বার্ষিক আজিমুশ্বান ইসলামী জলছা অনুষ্ঠিত।
খানকায়ে মুকাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ ঠাকুরগাঁও জেলার উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে বার্ষিক আজিমুশ্বান ইসলামী জলছা অনুষ্ঠিত হয় । উক্ত জলসা প্রধান বক্তা :হযরত মাওলানা ক্বারী রুহুল আমিন সিদ্দিকী, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ। দ্বিতীয় বক্তা :হযরত মাওলানা মুফতি মাসুদুর রহমান হামিদী,খাদেম বিশ্ব জাকের মঞ্জিল। উপস্থিত ছিলেন প্রধান অতিথি :জনাব,ওয়ারে কেরামত আলী,উপদেষ্টা -ঠাকুরগাঁও জেলা কর্মী গ্রুপ। চেষ্ট অব অনার : আব্দুল হাই বাবু, কর্মী প্রধান ঠাকুরগাঁও জেলা কর্মী গ্রুপ। জলসা সভাপতিত্ব করেন জনাব, শাহ আলম, কর্মী প্রধান ঠাকুরগাঁও পৌর। উক্ত জলসায়ে ধর্মপ্রাণ মমিন মুসলমান বিভিন্ন ইউনিয়ন থেকে জলসা সুন্তে আসে।
ধন্যবাদ 🌸💚
Good news