৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী

২৯ অক্টোবর, ২০২২

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: পুনর্মিলনী উৎসবের বর্ণাঢ্য র‌্যালি

এসো মিলি প্রাণের টানে, প্রিয় আঙিনায় আরেক বার” স্লোগানে ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ অক্টোবর শনিবার দিনব্যাপী রুহিয়া উচ্চ বিদ্যালয়ের ১৯৩৩ থেকে ২০২১ সালের ব্যাচের ছাত্র ছাত্রীদের অংশগ্রহনে পূনর্মিলনী উৎসব ২০২২ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ব্যাপক আনন্দ, উদ্দীপনা ও হৈ-হুল্লোরের মধ্য দিয়ে এই পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়।
 

পবিত্র কুরআন তেলওয়াত ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে বিদ্যালয় সভাপতি পরেশ চন্দ্র সেন ও সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলাম পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এসময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

দিন ব্যাপী অনুষ্ঠানে অবসর প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান এবং পুরুস্কার বিতরণ সহ দুপুরের খাবার পরিবশন করা হয়।

দ্বিতীয় অধিবেশন বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

পূনর্মিলনী অনুষ্ঠানে রুহিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রফিকুল ইসলাম, প্রাক্তন ছাত্র ও ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশারুল ইসলাম সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার নজরুল ইসলাম, রুহিয়া গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজের অধ্যক্ষ ও পুর্ণমিলনী অনুষ্ঠানের সাধারন সম্পাদক বদরুল ইসলাম , মথুরাপুর পাবলিক হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ ।

রুহিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাত্তন শিক্ষার্থী নুরুল হুদা স্বপনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, প্রাক্তন ছাত্র ও রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন, সাধারন সম্পাদক আবু সাঈদ বাব, রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন, আখানগড় ইউপি চেয়ারম্যান রোমান বাদশা, রাজাগাঁও ইউপি চেয়ারম্যান খাদেমুল ইসলাম সরকার, ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায়।

অনুষ্ঠানে বক্তাগণ বিদ্যালয়ের স্মৃতি চারণ করে তাঁরা বলেন, স্কুল কলেজের বন্ধু মানেই দলাদলির দিন গলাগলির দিন হঠাৎ অকারনে হেসে ওঠার দিন। এসময় মোশারুল ইসলাম সরকার অতীতের বিভিন্ন স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন এবং তিনি বলেন, হেলেন কেলারের ভাষায় বলতে হয়, অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good