০৬ অক্টোবর, ২০২৪
ছবি: ছবি প্রতীক
ঠাকুরগাঁও সদর উপজেলায় শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবিব ইসলাম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাজাগাঁও ইউনিয়নের খালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লাবিব উপজেলার রাজাগাঁও ইউনিয়নের খালপাড়া গ্রামের জয়নাল আবেদীন ও লাভলী বেগমের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ‘সন্ধ্যায় বাড়ির পাশে লাবিবের চাচা শাহা আলমের মুরগী ফার্ম দেখতে যায় লাবিব। শেয়ালের হাত থেকে মুরগী বাঁচাতে ওই ফার্মের চারপাশে বিদ্যুতের ফাঁদ লাগানো ছিল। লাবিব ওই ফাঁদের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান লাবিবের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
Good news
Good