০২ মার্চ, ২০২৩
ছবি: নবনির্মিত সেতু উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ।
ঠাকুরগাঁও সদর উপজেলাধীন রাজাগাঁও ইউনিয়ন আসননগর সড়কের খড়িবাড়ি টাঙ্গন নদীর ওপর নবনির্মিত সেতু উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ২ মার্চ বিকাল সাড়ে তিনটায় নবনির্মিত সেতুটি উদ্বোধন করেন স্থানীয় এমপি রমেশ চন্দ্র সেন।সেতু উদ্বোধন উপলক্ষে খড়িবাড়ী স্কুল মাঠে আয়োজিত সমাবেশে রাজাগাঁও ইউপি চেয়ারম্যান ও রাজাগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামের সঞ্চালায় ও সভাপতি নৃপেন্দ্রনাথ ঝায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এম.পি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি মুহা. সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, মোশারুল ইসলাম সরকার সভাপতি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান রাজাগাঁও ইউনিয়নের সাবেক , পার্থ সারথী সেন সভাপতি রুহিয়া থানা আ’লীগের , সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু ।
এসময় আ’লীগের জেলা-উপজেলা, থানাসহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Good news
Good