০৬ মার্চ, ২০২৩
ছবি: আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে জাতীয় পাট দিবস পালিত হয়। সোমবার (৬ মার্চ) দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পাট অধিদপ্তর, পাট মন্ত্রনালয় ও ঠাকুরগাঁও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলাম , সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: জিয়ারুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার মালাকার, সুপ্রিয় জুট মিলের চেয়ারম্যান আলহাজ্ব মো: বাবলুর রহমান, টেক্সাইল ভোকেশনাল ইন্সটিটিউটের সিনিয়র শিক্ষক কালিপদ রায়, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের কর্মকর্তা ঝর্না বেগম প্রমুখ।
শেষে সেরা পাট বীজ চাষী মোস্তাকিম ও সেরা পাট চাষী হিসেবে পরেশ চন্দ্র রায়কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।