৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

ঠাকুরগাঁও পৌরসভার সংরক্ষিত-৩ ও ২ নং-ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন সম্পন্ন

১৬ মার্চ, ২০২৩

আহসান হাবিব রুবেল,
ঠাকুরগাঁও জেলা ( ঠাকুরগাঁও ) প্রতিনিধি

ছবি: বিজয় প্রার্থী মো: মানিক আলী ও দ্রৌপদী দেবী আগারওয়ালা

ঠাকুরগাঁও পৌরসভার ৩নং সংরক্ষিত (মহিলা) ও ২নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন সম্পন্ন হয়। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৩নং সংরক্ষিত (মহিলা) কাউন্সিলর পদে ২ হাজার ২০৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচন হয়েছেন দ্রৌপদী দেবী আগারওয়ালা (অটোরিক্সা)। তার নিকটতম প্রতিদ্বন্দি ফারজানা আক্তার (আনারস) পেয়েছেন ১ হাজার ৩২৬ ভোট। অপরদিকে ২ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মো: মানিক আলী (গাজর) ১ হাজার ৫৪৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি মো: মনোয়ার হোসেন (পাঞ্জাবী) পেয়েছেন ১ হাজার ৭৯ ভোট।

উল্লেখ্য, ৩নং সংরক্ষিত (মহিলা) আসনে কাউন্সিলর পদে ২ জন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। সংরক্ষিত ৩নং (মহিলা) ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ৫৬৮ জন। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৫৩১ ও মহিলা ভোটার সংখ্যা ৯ হাজার ৩৭ জন। ২নং ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৮৩৭। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৩ হাজার ৩২৭ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৩ হাজার ৫১০ জন।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good