১৬ জানুয়ারী, ২০২৩
ছবি: প্রতিকী
কক্সবাজারের টেকনাফে অভাবের সংসারের স্ত্রীর সাথে কথা—কাটাকাটির জের ধরে স্বামী অংচেনাইং চাকমা (২৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এমন দাবি করেছেন নিহতের ভাই শালু চাকমা।
রবিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের হোয়াইক্যং হরিখোলা নিজ বসত—ঘরের সামনে আম গাছে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন অংচেনাইং।
নিহত অংচেনাইং চাকমা টেকনাফ উপজেলার হোয়াইক্যং ৪নং ওয়ার্ড হরিখোলা গ্রামের মৃত উচাথাইং চাকমার ছেলে। নিহতের ভাই শালু চাকমা জানান, দীর্ঘ সময় ধরে অংচেনাইং চাকমা ও তার বউয়ের অভাবের সংসারে বিভিন্ন বিষয়ে নিয়ে দু'জনের মধ্যেই ঝগড়া—বিবাদ হয়ে আসছিল। কথা—কাটাকাটির এক পর্যায়ে তার ভাই রাগ করে বসত—ঘরের উঠানে থাকা আমগাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
টেকনাফ মডেল থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, হোয়াইক্যং ৪নং ওয়ার্ড হরিখোলা এলাকায় এক উপজাতি যুবক আত্মহত্যা করেন বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রোকন খান সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
Good news
Good