০১ মে ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

তীব্র শীতে নরসিংদীতে মারা গেছে এক বৃদ্ধা

০৮ জানুয়ারী, ২০২৩

মোঃ নাজমুল হক চৌধুরী,
নরসিংদী জেলা (নরসিংদী) প্রতিনিধি

ছবি: নরসিংদী

তীব্র শীতে নাকাল নরসিংদী। শীতের তীব্রতার ফলে মারা গেছেন একজন বৃদ্ধা। নিহতের বাড়ি নরসিংদী শহরের বানিয়াছল এলাকায়। নিহত ব্যাক্তির নাম  মোশাররফ হোসেন মুছা (৬৭)।

গত কয়েকদিন যাবত নরসিংদীতে শীতের তীব্রতা বাড়ছে। সূর্য প্রায় দেখা যায়না বললেই চলে। সেই সাথে রয়েছে মৃদু হিম শীতল বাতাস। যার ফলে জনজীবন প্রায় স্থবির হবার পথে। এই তীব্র শীতের প্রভাবে আজ শহরের বানিয়াছল এলাকায় মারা গেছেন এক ব্যক্তি।

এলাকাবাসী ও নিহত ব্যাক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মোশাররফ হোসেন মুছা (৬৭) গত কয়েকদিনের তীব্র শীতের প্রভাবে শ্বাসকষ্ট জনিত রুগে আক্রান্ত হন। আজ সকালে শীতের প্রাভাবে ওনার শ্বাসকষ্ট বাড়তে থাকে। এক পর্যায়ে শ্বাস নিতে আর পারতেছিলেন না।

পরিবারের লোক লোকজন তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে। হাসপাতালে যাবার আগেই তার মৃত্যু হয়। তার বড় ছেলে বিষয় টি নিশ্চিত করে বলেন, "শীত আর ঠান্ডায় আমার আব্বা মারা গেল, এই শীতে অনেক কষ্ট সহ্য করছে আমার আব্বা"।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good