১৬ মার্চ ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
শিক্ষা

তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি ছাত্র ছাত্রীদের প্রশ্ন উত্তরে হুইপ স্বপন এমপি

০৫ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ রাশেদ ইসলাম,
জয়পুরহাট জেলা (জয়পুরহাট) প্রতিনিধি

ছবি: ছাত্র ছাত্রীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন হুইপ স্বপন এমপি

তরুণদের ভালো লাগা, মন্দ লাগা, দেশ ও সমাজ নিয়ে তাদের ভাবনাসহ স্মার্ট বাংলাদেশের স্বপ্নগুলো নিয়ে তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় জয়পুরহাট জেলা ষ্টেডিয়ামে জয়পুরিয়ান ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে জেলার পাঁচ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ত্রিশুল হাজার শিক্ষার্থী অংশ নেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দেন জাতীয় সংসদের হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি তারুণ্যের মুখোমুখি জনপ্রতিনিধি” আয়োজন সম্পর্কে বলেন, স্মার্ট বাংলাদেশের সুফলভোগী হচ্ছে বর্তমানের তরুণ সমাজ। তরুণদের স্বপ্ন পূরণে বিশেষ ভূমিকা পালন করবে স্মার্ট বাংলাদেশ। শেষ থেকেই শুরু করতে হবে। আজকে তরুন শিক্ষার্থীদের হাতেই আছে আগামীর স্বপ্ন।

জয়পুরহাট সরকারি কলেজের অর্থনীতির চতুর্থ বর্ষের ছাত্র আশিক হোসেন প্রশ্নে বলেন, জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষক সংকট রয়েছে, তার কারনে ঠিকমত ক্লাস হয় না। প্রশ্ন উত্তরে জনপ্রতিনিধি প্রধান অতিথি স্বপন এমপি বলেন, আমি বিষয়টি শুনেছি এবং শিক্ষামন্ত্রীকে বিষয়টি জানাবো।

ক্ষেতলাল উপজেলার স্কুলের একজন ছাত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটা শ্রেণিকক্ষে প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করলে ভালো হয়। এই ব্যাপারে আপনার কোন চিন্তাভাবনা আছে কিনা? 
প্রশ্ন উত্তরে প্রধান অতিথি হুইপ স্বপন এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, অবশ্যই সেটা সম্ভব হবে।

প্রধান অতিথি হুইপ স্বপন এমপি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, তোমরাই পারবে তোমাদের পারতে হবে। তিনি এ সময় শিক্ষার্থীদের শিক্ষা ও চাকরি বিষয়ে সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি আগামীতে শিক্ষকদের নিয়ে আলাদা সমাবেশ করার ঘোষনাও দেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নুর উদ্দিন নয়ন এমপি, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ খায়রুল আলম সেলিম, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. মোমিন আহম্মেদ চৌধুরী, সাধারন সম্পাদক জাকির হোসেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

Related Article
comment
ANISUR
12-Mar-25 | 07:03

2466049