১২ ডিসেম্বর, ২০২২
ছবি: নবাগত ডিসি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা দেয়া
টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সাথে টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের সুযোগ্য সভাপতি, দৈনিক আকাশ বার্তার প্রধান সম্পাদক রুহুল আমীন এবং টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক মুক্তালোক পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি এ.এম.ইকবাল, ১২ই ডিসেম্বর রোজ সোমবার টাঙ্গাইল জেলা প্রশাসন কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ডিসি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জ্ঞাপনকালে প্রেসক্লাবের সভাপতি টাঙ্গাইলে বিভিন্ন পর্যায়ে দুর্নীতির অনুপ্রবেশের কথা ডিসি মহোদয়ের নিকট উত্থাপন করলে তৎক্ষণাৎ ডিসি মহোদয় টাঙ্গাইল জেলাকে শত ভাগ দুর্নীতি মুক্ত করার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন এবং বলেন, ''ঐক্যবদ্ধভাবে দুর্নীতিকে রুখবো''।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাননীয় সাংসদ তানভীর হাসান ছোট মনির। এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, সাপ্তাহিক লোকধারার সম্পাদক এনামুল হক দীনা, দৈনিক আকাশ বার্তার ভ্রাম্যমান প্রতিনিধি আফজাল হোসেন, দৈনিক কালের স্রোত পত্রিকার সিনিয়র সম্পাদক ও জেলা প্রেসক্লাবের সদস্য সুমাইয়া প্রিয়া, অন লাইন পত্রিকা আস্বাবি এর নিউজ সম্পাদক লাবু খন্দকার এবং দি ডেইলি গ্লোবাল ন্যাশন পত্রিকার টাঙ্গাইল সদর প্রতিনিধি ও তারুণ্য ২৪ এর বার্তা সম্পাদক আব্দুল্লাহ হিল কাইয়ূম প্রমুখ।
Good news
Good