১৮ অক্টোবর, ২০২২
ছবি: ১৬ বস্তা সরকারি চাল জব্দ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির সময় ব্যাটারী চালিত অটো রিক্সা বোঝাই ১৬ বস্তা চাল উদ্ধার করেছে স্থানীয় জনগণ। এ ঘটনায় অটো ড্রাইভারকে আটক করেছে স্থানীয় জনগণ।
আজ সকাল ১০টার দিকে ঘাটাইল উপজেলার দিগলকান্দি ইউনিয়নের বসুবাড়ি গ্রাম থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও সরকারি লোগো সম্বলিত খাদ্য বান্ধব কর্মসূচির ১৬ বস্তা চাল উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, ঘাটাইল উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রতিটা ইউনিয়নে চাউল বিতরণ করা হচ্ছে ।
কিন্তু অভিযোগ রয়েছে, কতিপয় ডিলার ও জনপ্রতিনিধি এসব দুস্থ মানুষের সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড কৌশলে আটকে রেখে তাদের বরাদ্দকৃত চালগুলো কালোবাজারে বিক্রি করে দেয়।
মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘাটাইলের দিঘলকান্দি বসুবাড়িতে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার দিগলকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য লিয়াকত হোসেন লেবু ব্যাটারী চালিত অটো রিক্সা করে কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। পরে আমরা স্থানীয় জনগণ অটো চালক শাহিনকে চাউল সহ আটক করি।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কর্মকর্তাকে বিষয়টি জানালে তারা আসেননি।
পরে স্থানীয় দিগলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম মটু এসে ইউনিয়ন পরিষদে চাউল নিয়ে যায়।
এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন,এ বিষয়ে এখনো কিছু জানিনা তবে এরকম কিছু হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।