২২ জানুয়ারী, ২০২৩
ছবি: আক্রমণকারী পাগল মহিষ
দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামে ২২শে জানুয়ারী পাগলা মহিষের আক্রমনে ৩ জন নিহত ও প্রায় ২০ জন গুরুতর আহত হয়। আহতরা ঢাকাসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
লাউহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- শাহিন মোহাম্মদ খান বলেন, গুরুতর আহত অবস্থায় লাউহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি- হাসমত আলী খানকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি)- মোঃ নাসির উদ্দিন মৃধা বলেন, সকালের দিকে এলাসিন ইউনিয়নের বারপাখিয়া গ্রামের- মোঃ শরিফ মিয়ার একটি পাগলা মহিষ তারুটিয়া গ্রামের লোকজনের ওপর আক্রমণ করে। এতে নারীসহ প্রায় ২০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। বিকেল তিনটার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই ইউনিয়নের তারুটিয়া গ্রামের আজগর আলীর স্ত্রী হাজেরা বেগমের মৃত্যু হয়।
টাঙ্গাইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা- রানা মিয়া জানান, ঢাকা থেকে অজ্ঞানকারী দল এসেছিলো, তার আগেই স্থানীয় লোকজন মহিষটিকে নৃশংস ভাবে হত্যা করে ফেলে।