৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
স্বাস্থ্য

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রস্তাবনায় হোমিওপ্যাথিকে অন্তর্ভুক্তির আশ্বাস- কমিশন প্রধান ড.একে আজাদ

১২ মার্চ, ২০২৫

মোঃ শাহরিয়ার,
লোহাগাড়া উপজেলা (চট্রগ্রাম) প্রতিনিধি

ছবি: স্বাস্থ্যখাত সংস্কার কমিশন প্রধান ড.একে আজাদ স্যার এর সাথে বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ এর প্রধান সমন্বয়ক এবং অর্থও দপ্তর সমন্বয়ক অর্থ

স্বাস্থ্যখাত সংষ্কার কমিশন প্রধান ডা.একে আজাদ খান বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ(অব.)ডা. মুন্সী মোজাম্মেল হক এবং অর্থ ও দপ্তর সমন্বয়ক ডা.মোহাম্মদ শাহরিয়ার ইরফানকে হোমিও  চিকিৎসা শিক্ষাকে স্বাস্থ্যখাত সংষ্কার কমিশন সুপারিশমালায় অন্তর্ভুক্তির আশ্বাস।

গত ৫-৩-২৫ তাং এ বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ এর পক্ষে প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল ডা. মুন্সী মোজাম্মেল হক ও অর্থ ও দপ্তর সমন্বয়ক ডা.মোহাম্মদ শাহরিয়ার ইরফান   কমিশন কার্যালয়ে স্যারের সাথে সাক্ষাৎ করে ২৩-২-২৫ তাং দাখিলকৃত স্বাস্থ্যখাত সংষ্কার প্রস্তাব সম্পর্কে আলোচনাকালে স্যার এ আশ্বাস প্রদান করেন।বৈষম্য বিরোধী হোমিও আন্দোলন বাংলাদেশ গঠনের পর থেকে হোমিও চিকিৎসা শিক্ষা কাউন্সিল চেয়ারম্যান, স্বাস্থ্য উপদেষ্টা, উভয় সচিব মহোদয় বরাবর সময়োপযোগী দাবী দাওয়া উপস্থাপন করে চলেছে,১০-১২-২৪ তাং কাউন্সিল কর্তৃক অন্যতম দুটি দাবি ডি এইচ এম এস কোর্সধারীদের পূর্বের ন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩ বছরে বি এইচ এম এস কোর্স ও ১৪-৬-১২ সালের  পত্রের সুপারিশ প্রাপ্ত  এএমসি কর্তৃক সহকারী মেডিকেল অফিসার পদে নিয়োগ দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রনালয়ের সচিব মহোদয় বরাবর প্রেরিত হয়েছে, স্বাস্থ্য সংষ্কার কমিশনে হোমিও চিকিৎসক অন্তর্ভুক্তি,বৈষম্য মুক্ত হোমিও কাউন্সিল গঠন, ডি এইচ এম এস ও বিএইচ এম এস ডা.দের উচ্চ শিক্ষা, হোমিও কলেজ শিক্ষক -স্টাফদের বেতন স্কেল ২০১৫এর আলোকে শতভাগ বেতনভাতা সহ পেশকৃত দাবি আদায়ে ২-২-২৫ জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন,জনস্বাস্থ্য সংষ্কার কমিশন রিপোর্টে হোমিও চিকিৎসা শিক্ষা সেক্টর বাদেই অন্যান্য সকল চিকিৎসাকে অন্তর্ভুক্ত করার  প্রতিকারে প্রধান উপদেষ্টা মহোদয়, স্বাস্থ্য মন্ত্রনায়ের উভয় সচিব স্যারের সাথে সাক্ষাৎ করে প্রতিক্রিয়া ব্যক্তসহ সংশ্লিষ্ট সকলকে স্মারক লিপি দেয়া  সহ বিভিন্ন কর্মসূচি চলমান। সর্বশেষ স্বাস্থ্যখাত সংষ্কার কমিশন প্রধান কে দেয়া স্মারকলিপি তে হোমিও বর্তমান অবস্থা ও প্রস্তাবনা উপস্থাপন করা হলো-

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংষ্কারকল্পে সংষ্কার কমিটি গঠন একটি অন্যতম পদক্ষেপ তবে আপনার নেতৃত্বে গঠিত স্বাস্থ্য সংষ্কার কমিটির ১২সদস্যের প্রতিনিধিদলে হোমিওপ্যাথিক চিকিৎসক না থাকায় আমরা স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় বরাবর হোমিওপ্যাথিক চিকিৎসক অন্তর্ভুক্তির লক্ষ্যে স্মারক নং বৈ/বি/হো/আ/বা/স্বা/উপ-০২৯/২৫ তারিখ ২৭/০১/২০২৫ ইং এর মাধ্যমে আবেদন করেছি।

সরকারিভাবে স্বাস্থ্য মন্ত্রনালয়ে,ডিজি হেল্থ,হোমিওপ্যাথি ও দেশজ ডাইরেক্টর,লাইন ডাইরেক্টর,অল্টারনেটিভ মেডিকেল কেয়ার,বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলসহ বিভিন্ন দপ্তরে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা সংক্রান্ত কার্যক্রম রয়েছে।

বাংলাদেশের হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষার ক্ষেত্রসমূহঃ-

১) ১০০ বেডের হাসপাতাল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন এম বি বি এস সমমানের ডিগ্রী পর্যায়ের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ -১টি  ও বেসরকারী ১টি মোট ২টির জনবল এবং  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে ১টি সহ সরকার অনুমোদিত ৬৬ টি ডিপ্লোমা মেডিকেল কলেজ ও হাসপাতালে হোমিওপ্যাথিক শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম চালু রয়েছে।

২) অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এ এম সি) কতৃক সরকারি এলোপ্যাথিক মেডিকেল কলেজ সহ ত্রিশোর্ধ বেডের  হাসপাতাল সমূহে নিয়োগকৃত প্রায় ২০০জন হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার কর্মরত আছেন।সম্প্রতি পিএসসি’র মাধ্যমে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।এছাড়াও ডি এইচ এম এস ডা.দের সহকারী মেডিকেল অফিসার এর  ৯০টি পদে নিয়োগ সুপারিশ রয়েছে। হোমিওপ্যাথিক কাউন্সিলের ৬টি দাতব্য চিকিৎসালয় চালু আছে।

৩) ঢাকা বিশ্ববিদ্যালয় ও  বুয়েট  মেডিকেল সেন্টার এ হোমিওপ্যাথিক চিকিৎসা ইউনিট চালু আছে।

৪) ইসলামিক ফাউন্ডেশন এ প্রধান কার্যালয় মেডিকেল অফিসার ২টি,বিভাগীয় সহ জেলা কার্যালয়ে দাতব্য চিকিৎসালয় ও প্রায়  ৫০টি মিশন কেন্দ্রে হোমিওপ্যাথ চিকিৎসক এবং  কম্পাউন্ডার  সহ হোমিওপ্যাথিক ইউনিট  (রাজস্ব খাতভূক্ত)চালু রয়েছে, পার্বত্য জেলা সমুহের ২৯টি দাতব্য চিকিৎসা কেন্দ্রের চিকিৎসকের পদ বোর্ড অব গভর্নস সভায় অনুমোদিত হয়েছে।

৫) ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন ওয়ার্ড পর্যায়ে হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয় চালু আছে।

৬) ময়মনসিংহ জেলা প্রশাসক পরিচালিত হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়, ইবনেসিনা,আহসানিয়া মিশন,বায়তুশ শরফ পীর সাহেবের দাতব্য চিকিৎসালয়,মানবাধিকার দাতব্য চিকিৎসালয়,ইসলামি সমাজ কল্যাণ পরিষদ,নিষ্কৃতি সহ অগনিত বেসরকারি দাতব্য চিকিৎসালয়,দেশীয় হোমিও ফার্মাসিউটিক্যালস কোং,ফার্মেসী ও ব্যক্তিপর্যায়ে প্রতিষ্ঠিত ক্লিনিক বা চেম্বারে প্রায় লক্ষাধিক হোমিওপ্যাথিক চিকিৎসক দেশের প্রায় ৪০% (বিবিসি ও আশা বিশ্ববিদ্যালয় জরীপ”২০১৫) রোগীর চিকিৎসা সেবা দিয়ে আসছে।

হোমিওপ্যাথিক চিকিৎসা খাতে বাৎসরিক সরকারী বরাদ্ধ  প্রায় ২০০ কোটি টাকা। প্রতি বছর প্রায় শত শত কোটি টাকার হোমিওপ্যাথিক ঔষদ ও ঔষদজ কাঁচামাল আমদানী হয়ে আসছে এবং অনেক গুলো দেশীয় হোমিওপ্যাথিক শিল্প কারখানা রয়েছে।এ ছাড়া ও হোমিওপ্যাথিক চিকিৎসক ও ব্যাবসায়ীগণ সরকারকে শত শত কোটি টাকা রাজস্ব দিয়ে আসছে।

সম্প্রতি ৫৩৫/২০১৯ নং রীট মামলায় হোমিওপ্যাথিক বিষয়ে মহামান্য হাইকোর্টের বিচারপতিগণ তাঁদের পর্যবেক্ষণে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান সম্বন্ধে বলেছেন- বিকল্প চিকিৎসা পদ্ধতির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হোমিওপ্যাথিক চিকিৎসা যাহা WHO এর ১৯৪ টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১১০ টি সদস্য রাষ্ট্রে  চালু আছে এ ভারতের আয়ূষ মন্ত্রনালয়ের আদলে এদেশেও  বিকল্প চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে স্বতন্র মন্ত্রনালয় স্থাপনের  সুপারিশ করেছেন। স্বাস্থ্য খাতের বৈষম্য দূরীকরণে আমরা স্বাস্থ্য উপদেষ্টা এবংঅতিরিক্ত সচিব ও চেয়ারম্যান হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল এর বরাবর ১৭ দফা দাবি বাস্তবায়নের  প্রস্তাবনা পেশ করেছি , তন্মধ্যে নিন্মোক্ত প্রস্তাব সমূহ আপনার কমিশনের সুপারিশমালায় অন্তর্ভূক্ত করার জন্য পেশ করছি –

১) স্বাস্থ্যখাতে হোমিওপ্যাথিক সংশ্লিষ্ঠ সকল সেক্টরে হোমিও বিএইচ এম এস ও ডি এইচ এম এস ডা.দের নিয়োজিত করা।

২) সরকারি হাসপাতালে অল্টারনেটিভ মেডিকেল কেয়ার  (এএমসি) স্মাআরক নং জনস্বাস্থ্য-১/ইউআ-৬/২০০২ (অংশ-১)/১৭৪ তাং -১৪-৬-১২সিদ্ধান্ত বাস্তবায়নে হোমিও সহকারী মেডিকেল অফিসার ৯০টি পদে ডি এইচ এম এস ডা.দের নিয়োগ এবং  ত্রিশোর্ধ বেডের সকল হাসপাতালে মেডিকেল অফিসার ও সহকারী মেডিকেল অফিসার (হোমিও)  নিয়োগ ও তাদেরকে ক্যাডারভূক্ত করত; রাজস্ব খাতে স্থানান্তরের ব্যবস্থা করা।

৩)  দ্বিতীয় পঞ্চ বার্ষিক পরিকল্পনা গৃহীত সরকারি হোমিও প্রকল্পের পূর্নবাস্তবায়নে রিচার্স সেন্টারসহ খুলনা,রাজশাহী ও চট্টগ্রামে ১টি করে ডিপ্লোমা হোমিও মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করা। প্রতিটি প্রশাসনিক বিভাগীয় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল সমূহকে চট্রগ্রাম সিটিকর্পোরেশনের ন্যায় সংশ্লিষ্ট সিটিকর্পোরেশনের আওতাভূক্ত করা এবং একটি করে ডিপ্লোমা সংযুক্ত ডিগ্রী কলেজ প্রতিষ্টা করা।

৪)সকল অনুমোদিত হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতাল সরকারি স্বাস্থ্যখাতভূক্ত করে ১০ বেড হাসপাতালের ব্যয় ও শতভাগ বেতন ভাতা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী  প্রদান,  ইনডোর হাসপাতাল চালু করে ইন্টার্ন চিকিৎসকদের প্রশিক্ষণ ও ইন্টার্ন ভাতার ব্যবস্হা করা।

৫)স্বতন্ত্র হোমিও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা,ডি এইচ এম এস কোর্সধারীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিমালার আলোকে পূর্বের ন্যায় ৩ বছরে বি এইচ এম এস ডিগ্রি অর্জন ও বি এইচ এম এস ডাক্তারদের জন্য এম ডি, এম ফিল সহ উচ্চতর পোস্ট গ্রাজুয়েট কোর্স চালু করা,  শিক্ষকদের উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের  কল্যান ট্রাষ্ট সহ সার্বজনীন পেনশনের আওতাভূক্ত করা।

৬)সকল সরকারি, সামরিক, বেসামরিক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,বিশ্ববিদ্যালয় ও শিল্প কলকারখানায়, সমাজকল্যাণ ও ধর্ম মন্ত্রনালয়ের তথা সকল চিকিৎসা কেন্দ্র সমূহে হোমিও মেডিকেল ইউনিট চালু করে  বি এইচ এম এস ও ডি এইচ এম এস ডাক্তারদের নিয়োগের ব্যবস্থা করার জন্য নিন্মোক্ত জনবল কাঠামো অনুমোদন।

ক) মেডিকেল কলেজ হাসপাতাল, সদর  হাসপাতাল ও উপজেলা হাসপাতালে পূর্ণাঙ্গ হোমিও ইউনিট চালু করতে জনবল কাঠামোঃ- মেডিকেল অফিসার ১ জন (৯ম গ্রেড),সহকারী মেডিকেল অফিসার -১ জন (১০ম গ্রেড),হোমিও সহকারী – ১ জন ( গ্রেড-১৬,ডি এইচ এম এস ২য় বর্ষ উত্তীর্ণ),অফিস সহায়ক-১ জন (গ্রেড-১৭, এস এস সি পাশ।) সহ হোমিও মেডিকেল কলেজ সংযুক্ত ১০ শয্যার হাসপয়াতালের আর এম ও, নার্স,ওয়ার্ড বয় সহ আনুষঙ্গিক জনবল অনুমোদন।

খ) ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকঃ- সহকারী মেডিকেল অফিসার -১ জন (১০ম গ্রেড)  হোমিও সহকারী -১ জন (গ্রেড-১৬, ডিএইচএমএস ২য় বর্ষ উত্তীর্ণ )।

জুলাই ‘২৪ বিপ্লব পরবর্তী অন্তর্বর্তী সরকারের সমন্বিত স্বাস্থ্য সেবার মাধ্যমে জনমুখী করার লক্ষ্যে স্বাস্হ্যখাত সংস্কার কমিশন গঠন করেছেন।  আমাদের প্রস্তাবসমূহ আপনার সুপারিশমালায় অন্তর্ভুক্ত করা হলে হোমিও চিকিৎসা জনবান্ধন হবে।

উল্লেখ্য যে,আপনার ও আমাদের শ্রদ্ধাভাজন বারডেম প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ ইব্রাহিম স্যারের নেতৃত্বে গঠিত কমিটির  সুপারিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোমিও ডিগ্রি কোর্স ও বাংলাদেশ হোমিও মেডিকেল কলেজটি অধীভূক্ত ডিগ্রি কলেজ হিসাবে স্বীকৃতি পায় যার ফলে হোমিও চিকিৎসা শিক্ষা উচ্চতর পর্যায়ে আসার সুযোগ তৈরী করেছে এবং  ইব্রাহিম স্যারও হোমিও সমাজের কাছে স্বরণীয় হয়ে  আছেন, আমরাও  আপনার মাধ্যমে হোমিও চিকিৎসা শিক্ষা বিস্তারে সরকারি স্বাস্থ্য সার্ভিসের সকলস্তরে স্হাবস্থান করে নিতে  পারব এই বিশ্বাস ও প্রত্যাশা করি এবং আমাদের  প্রস্তাবনার আলোকে আপনার কমিশনের সুপারিশমালায় অন্তর্ভূক্ত করে হোমিও চিকিৎসা ও শিক্ষা খাতকে সরকারি স্বাস্থ্য সার্ভিসে সম্পৃক্ত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সবিনয়ে  অনুরোধ জানাচ্ছি।

আমাদের প্রত্যাশা অনুযায়ী স্বাস্থ্যখাত সংষ্কার কমিশন, স্বাস্থ্যসেবা ও শিক্ষা  উভয় বিভাগের সচিব মহোদয় সহ স্বাস্থ্য মন্ত্রনালয়ের সংশ্লিষ্টসহ সকল হোমিও চিকিৎসক ,  পেশাজীবি দের  সমর্থন ও সহযোগিতা  পেলে স্বাস্হ্য খাতে হোমিওপ্যাথি সেক্টরের বৈষম্য দূরীকরন সহ অধিকার প্রতিষ্ঠা সম্ভব হবে। আসুন ভেদাভেদ ভুলে হোমিওপ্যাথির স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।

Related Article