১২ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: মানববন্ধন ও ওসি'র বক্তব্যের সময়
দেলদুয়ার উপজেলার সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজের পিছনের জমিতে নৃশংসভাবে খুনের শিকার 'বারপাখিয়া' গ্রামের মোঃ শাকিল সিকদারের (১৪) হত্যাকারীদের দ্রুত চিহ্নিত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ রবিবার ১২ই ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ও দেলদুয়ার থানার সামনে "বারপাখিয়া স্মৃতি সংঘ" সংস্থার উদ্যোগে ও এলাকাবাসীর সমন্বয়ে এ মানববন্ধন হয়।
শাকিল সিকদার হত্যাকাণ্ডের প্রায় তিন মাস অতিবাহিত হলেও- এখনো কেউ চিহ্নিত পূর্বক গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন- মানববন্ধনে অংশগ্রহণকারীগণ।
মানববন্ধনে অংশগ্রহণকারী সকলের উদ্দেশ্যে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন- শাকিল হত্যা মামলার তদন্ত এখনো চলমান আছে, ইনশাল্লাহ আমরা অতিশীগ্রই প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত পূর্বক গ্রেফতার করবো আপনাদের সহযোগিতা পেলে।
প্রসঙ্গত, ২১শে নভেম্বর ২০২২ দেলদুয়ার উপজেলার সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজের পিছনে আবাদী জমিতে 'বারপাখিয়া' গ্রামের মোঃ বুদ্দু সিকদারের ছেলে- মোঃ শাকিল সিকদারকে নৃশংস ভাবে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা।