৩০ এপ্রিল ২০২৫
হোম স্বাস্থ্য সারাদেশ জাতীয় রাজনীতি অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন আন্তর্জাতিক ধর্ম ও জীবন লাইফ স্টাইল শিক্ষা প্রযুক্তি ও বিজ্ঞান পরিবেশ চাকরি বা ক্যারিয়ার মতামত আইন-আদালত কৃষি ও প্রযুক্তি বিশেষ সংবাদ অপরাধ সাহিত্য ও সংস্কৃতি বিশ্বকাপ ফুটবল
সারাদেশ

টাঙ্গাইলে যমুনা চরের সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরন

৩১ ডিসেম্বর, ২০২৪

মোঃ রুবেল আহমেদ,
স্টাফ রিপোর্টার

ছবি: ভুঞাপুর উপজেলার শুশুয়া চরে শীতবস্ত্র বিতরণ ও সেলাই মেশিন বিতরণ

আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর বাস্তবায়নে, টাঙ্গাইলের যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের শুশুয়া আছাতুন্নেছা দাখিল মাদরাসা মাঠে ৮৯জন সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীকে জ্যাকেট ও কম্বল বিতরণ করা হয়, এদের মধ্যে অতি দরিদ্র ৮জন শিক্ষার্থীকে স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুশীলনের উপ পরিচালক মোস্তফা বকুলুজ্জামান।

স্থানীয় সূত্রে জানা যায়, এইসসিআই এর সহযোগিতায় বছরব্যাপী আছাতুন্নেছা দাখিল মাদরাসার ৮৯জন নারী শিক্ষার্থী, তাদের অভিভাবক, স্থানীয় ইমাম, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে স্বাস্থ্য, বাল্যবিবাহ প্রতিরোধে, নিরাপদ পানি ও জেন্ডার সমতায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা উপকরন, ঈদ উপলক্ষে পোশাক ও খাবার প্যাকেজ সরবরাহ, খেলাধুলার বিভিন্ন সরঞ্জামাদি, দুপুরের খাবার ও স্যানেটারী ন্যাপকিন বিতরন করা হয় এবং  উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ প্রদান করা হয়। 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত সুশীলন এর প্রতিনিধি মো. আরিফুল ইসলাম, আছাতুন্নেছা দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট আব্দুল বারী, শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ মোমিনুর রহমান, ফিল্ড ফ্যাসিলিটেটর রুমা খাতুন, ভলান্টিয়ার রাশিদা বেগম ও অভিভাবকবৃন্দ।

Related Article
comment
মোঃ মনির হোসেন বকাউল
29-Sep-23 | 10:09

Good news

মোঃ মনির হোসেন বকাউল
10-Dec-23 | 04:12

Good