২০ নভেম্বর, ২০২২
ছবি: পুলিশের বিশেষ অভিযান
টাঙ্গাইল শহরের ব্যস্ততম সড়ক যানজট মুক্ত রাখতে পুলিশ অভিযান চলছে। এর অংশ হিসাবে রবিবার সকালে শহেরর নিরালা মোড় ও আদালত চত্তর এলাকায় অভিযান চালায় পুলিশ।
জানাযায়, শহরের দুটি সড়ক বন্ধ করে দিয়ে ড্রেন ও সড়ক সংস্কারের কাজ চলছে। এতে শহরের অন্য সড়ক গুলিতে চাপ বেড়েছে। সড়কগুলিতে অবৈধ পার্কিংয়ে সৃষ্টি হচ্ছে যানজট। শহরের সড়ক গুলিকে যানজটমুক্ত রাখতে পুলিশের পক্ষ থেকে অভিযান চলছে। রবিবার সকালে শহরের নিরালামোড় ও আদালত চত্তরে অভিযান চালিয়ে ৭টি গাড়িকে অবৈধ পার্কিং করায় মামলা দায়ের করা হয়ছে। এছাড়া অভিযান চলাকালিন ৩টি গাড়িকে জব্দ করা হয়েছে। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন, ট্রাফিক পরিদর্শক দেলোয়ার হোসেন, হারুন অর রশিদ, সার্জেন্ট মুশফিকুর রহমান প্রমুখ।
Good news
Good