১৯ ফেব্রুয়ারী, ২০২৩
ছবি: শহীদ মিনারে পথ নাটকের ছবি
টাঙ্গাইল শহীদ মিনারে জাতীয় পথ নাট্যোৎসব অনুষ্ঠিত হয়েছে। পথ নাটক : “মরা”। “মরা” নাটকটি রচনা করেছেন ড. শুভঙ্কর চক্রবর্তী, নির্দেশনা দিয়েছেন রতন দত্ত, সঙ্গীত সংযোজন/সংকলন করেন মোস্তাফিজুল হক।শনিবার(১৮ ফেব্রুয়ারী) রাতে এ অনুষ্ঠানটি সমাপ্তি হয়।
নাটকে অভিনয় করেন: সায়্যিবা আক্তার শোভা, জীবন শর্মা, মাহবুবা মুন্নি, আব্দুল ওয়ারেছ, পরিতোষ কর্মকার, কাজী মিজানুর রহমান সেলিম, আতিকুল আলম চপল, শাহ্ সুমন মেহেদী, কাওছার ভুঁইয়া, কালিপদ কর্মকার, প্রদীপ শংকর পাল, লিজু বাউলা ও মোস্তাফিজুল হক।
মরা নাটকটি ব্যবস্থাপনায়: শাহ মো: ইছরাইল, দেবাশীষ দেব, শাহ সুমন মেহেদী, মাহবুবা মুন্নি, অপর্ণা চৌধুরী, আতিকুল আলম চপল।
সার্বিক তত্বাবধানে:- মো: সেলিম তরফদার, সভাপতি, টাঙ্গাইল থিয়েটার। আয়োজনে: বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। সহযোগিতায়: বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পৃষ্ঠপোষকতায়: এস. এম সিরাজুল হক আলমগীর, মেয়র, টাঙ্গাইল পৌর সভা।
নির্দেশক রতন দত্তের কথা: নাটকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ। জীবিতই হোক আর মৃতই হোক আমরা মানুষ। ধর্মের ভোদাভেদ নয় মূল বিষয় হলো মানুষ। কবির ভাষায়:-
“মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান,
নাই দেশ-কাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,
সব দেশে, সব কালে, ঘরে-ঘরে তিনি মানুষের জাতি।”
মুল কথা হলো আমরা মানুষ। তাই বলি- সবকিছু ভুলে মানবতার পতাকাতলে দাঁড়াই। আসুন জাতের অহংকার ভুলে আমরা মানুষের জয়গান গাই।